যুক্তরাষ্ট্রে অবৈধ জুয়াবিরোধী অভিযানে বাস্কেটবল তারকাসহ গ্রেপ্তার বহু
যুক্তরাষ্ট্রে অবৈধ বেটিং এবং মাফিয়া পরিচালিত পোকার জালিয়াত চক্রের বিরুদ্ধে এফবিআইয়ের সাঁড়াশি অভিযানে এক বাস্কেটবল তারকা, কোচসহ কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা বৃহস্পতিবার জানিয়েছেন, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মায়ামি হিট দলের খেলোয়াড় টেরি রোজিয়ার এবং পোর্টল্যান্ড ট্রেইল ব্লেজার্সের প্রধান কোচ চনসি বিলাপস।
বিবিসি লিখেছে, ৩১ বছর বয়সী রোজিয়ারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে খেলায় ইচ্ছাকৃতভাবে আঘাত পাওয়ার ভান করে বাজির বাজার প্রভাবিত করার অভিযোগে।
আর বিলাপসসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ পোকার খেলার মামলায়। ওই চক্রের সঙ্গে সাবেক এনবিএ খেলোয়াড় ও নিউ ইয়র্কের মাফিয়া পরিবারগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
প্রসিকিউটররা বলছেন, নিউ ইয়র্কের পাঁচটি বড় অপরাধচক্রের মধ্যে চারটির সংশ্লিষ্টতা রয়েছে এই চক্রের সঙ্গে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গ্রেফতার
- জুয়া বাণিজ্য