
বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে কেন ভাইফোঁটা দেওয়া হয়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৯:১৭
সনাতন ধর্মে ভাইবোনের মধুর খুনসুটি ও দায়িত্বশীলতাকে উদযাপন করার দিনটি হলো ভাইফোঁটা। সংস্কৃতিতে এটি ‘ভ্রাতৃদ্বিতীয়া’ নামে পরিচিত, যার অর্থ হলো ভাইয়ের মঙ্গলকামনায় দ্বিতীয়া তিথি পালন করার অনুষ্ঠান।
আজ (২৩ অক্টোবর) সেই দ্বিতীয়া তিথি - ভাইফোঁটার দিন। এটি পশ্চিম ভারতে ভাইদুজ, মহারাষ্ট্রে ভাইবিজ, এবং নেপালে ভাইটিকা নামে পরিচিত।
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, অর্থাৎ কালী পূজার দুই দিন পর এই উৎসব পালিত হয়। এই দিন বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন, আর ভাই তার বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
- ট্যাগ:
- লাইফ
- সনাতন ধর্ম
- সনাতন ধর্মালম্বী