
দুই ওপেনারের ফিফটিতে ঝোড়ো শুরু বাংলাদেশের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ১৪:৫৪
মিরপুরেই খেলা হচ্ছে তো? বাংলাদেশের চলমান সিরিজে নজর রাখলে খানিকটা খটকা লাগতেই পারে। আগের দুই ওয়ানডেতে কোনো রকমে দুইশো পেরোনো বাংলাদেশ আজ ১৬ ওভার শেষেই শতরান পেরিয়ে গেছে। তাও আবার কোনো উইকেট না হারিয়ে। গত ১০ বছরের মধ্যে মিরপুরে উদ্বোধনী জুটিতে যা সর্বোচ্চ রানের নজির।
২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আজ সাইফ হাসান ও সৌম্য সরকার সে পথেই হাঁটছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১৭ রান। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন দুই ওপেনারই। ৫৫ বলে ৬২ রানে ব্যাট করছেন সৌম্য, এ ছাড়া ৪৭ বলে ৫৩ রানে টিকে আছেন আরেক ওপেনার সাইফ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ ছুঁলেন এই ওপেনার।