
আইসল্যান্ডে প্রথমবারের মতো দেখা গেল মশা
শীতপ্রধান দেশগুলোতে বসন্তকাল মানেই উৎসব। গাছে গাছে ফুল ফোটে, মানুষ আনন্দে মাতে। এ বছর বরফের দেশ আইসল্যান্ডেও এসেছিল বসন্ত। কিন্তু এই বসন্তে অনাকাঙ্ক্ষিত এক অতিথির দেখা পেয়েছেন আইসল্যান্ডবাসী। নতুন সেই অতিথি হলো মশা। এ বছর বসন্তে রেকর্ড গরমই এর কারণ বলে মত কীটতত্ত্ববিদের।
আইসল্যান্ডে পোকামাকড় নিয়ে কাজ করেন বিয়র্ন হ্যালটাসন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, তিনি প্রজাপতি পর্যবেক্ষণ করেন। গত সপ্তাহে এ কাজ করতে গিয়ে তিনি কয়েক রাতে মশার দেখা পেয়েছেন।
ওই মশার দল থেকে হ্যালটাসন দুটি স্ত্রী মশা এবং একটি পুরুষ মশা ধরেন। পরে সেগুলো কুলিসেটা অ্যানুলাটা প্রজাতির বলে নিশ্চিত করা হয়। মশার যে কয়েকটি প্রজাতি ঠান্ডার মধ্যেও বেঁচে থাকতে পারে, তার একটি হচ্ছে এটি।
এত দিন বিশ্বের মাত্র দুটি অঞ্চল মশামুক্ত ছিল। একটি আইসল্যান্ড, অন্যটি অ্যান্টার্কটিকা। মূলত বরফ ও ঠান্ডার কারণেই এ দুটো অঞ্চলে মশা দেখা যেত না। এখন আইসল্যান্ডেও পৌঁছে গেছে মশা!
আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ–পশ্চিমে অবস্থিত একটি হিমবাহ উপত্যকায় মশাগুলো পাওয়া গেছে।