
তিন হাজারের বেশি কোর্স নিয়ে এল লার্নিং প্ল্যাটফর্ম ‘গুগল স্কিলস’
গুগল সম্প্রতি চালু করেছে তাদের নতুন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ‘গুগল স্কিলস’। এখানে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মতো বিষয়ে শেখার পাশাপাশি অর্জন করতে পারবেন সার্টিফিকেশন এবং বাস্তব অভিজ্ঞতা।
প্ল্যাটফর্মটির মাধ্যমে এক জায়গায় এনে দেওয়া হয়েছে প্রায় তিন হাজার কোর্স, ক্রেডেনশিয়াল ও ল্যাব। এগুলো আগে গুগলের বিভিন্ন শিক্ষা উদ্যোগে যেমন গ্রো উইথ গুগল, গুগল ক্লাউড, গুগল ডিপমাইন্ড এবং গুগল ফর এডুকেশনে ছড়িয়ে ছিল।
নতুন এই প্ল্যাটফর্মে এআই ও জেনারেটিভ এআই-এর পাশাপাশি ডেটা অ্যানালিটিকস, নেটওয়ার্ক অবকাঠামো, সাইবারসিকিউরিটি এবং প্রোডাক্টিভিটি সংক্রান্ত কোর্সও পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন।
‘বিগিনার’ থেকে শুরু করে ‘অ্যাডভান্সড’ সব স্তরের শিক্ষার্থীদের জন্যই এখানে রয়েছে সুযোগ। গুগলের তথ্য অনুযায়ী, গত এক বছরেই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা সম্পন্ন করেছেন দুই কোটি ৬০ লাখের বেশি কোর্স, ল্যাব ও সার্টিফিকেশন। এগুলো ভবিষ্যতের চাকরির বাজারে দরকারি দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।