
রাশিয়ার ২ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিলেন ডোনাল্ড ট্রাম্প
শান্তিচুক্তির আলোচনায় বসতে মস্কোকে চাপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি—রসনেফট ও লুকঅয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিবিসি এক প্রতিবেদনে এমনটি জানায়।
ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রতিবার আমি ভ্লাদিমিরের (পুতিনের) সঙ্গে কথা বলি, আলোচনা ভালোই হয়, কিন্তু তারপর কিছুই এগোয় না—একেবারেই না।
একদিন আগেই ট্রাম্প জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে নির্ধারিত বৈঠকটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে। এরপরই নিষেধাজ্ঞার এই ঘোষণা এলো।
বুধবার ইউক্রেনজুড়ে তীব্র গোলাবর্ষণ চালায় রাশিয়া। এতে অন্তত সাতজন নিহত হন, তাদের মধ্যে শিশুরাও রয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, 'পুতিনের এই অর্থহীন যুদ্ধ বন্ধে অস্বীকৃতির কারণেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।' তিনি আরও বলেন, এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের 'যুদ্ধযন্ত্রে অর্থ জোগায়।'