
চার ক্যাম্পাসে ছাত্রশিবিরের ‘চমক’ আদর্শিক মেরুকরণের বার্তা?
চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও ইসলামী ছাত্রশিবিরের জয়জয়াকার, যা চমকে দিয়েছে অনেককে।
ঢাকা ও জাহাঙ্গীরনগরের পর সংগঠনটির এই জোড়া জয় ক্যাম্পাসের রাজনীতিতে তাদের একচেটিয়াত্বের ঘোষণা হয়ে এসেছে? তাতে রাজনীতিতে আদর্শিক মেরুকরণ ঘটেছে, এমন প্রশ্ন সামনে এসেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শক্ত অবস্থান থাকলেও ৪৪ বছর আগে একবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুতে জয় পেয়েছিল ছাত্রশিবির।
কিন্তু রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় এরকম ঘাঁটি গেড়ে বসলেও আর কখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসুর নেতৃত্বে আসতে পারেনি সংগঠনটি।
বুধবার ও বৃহস্পতিবার পরপর দুইদিনে এ দুটির ছাত্র সংসদে তাদের বিজয় গণঅভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে কী বার্তা দিচ্ছে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি বলছেন, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের জয় ‘অপ্রত্যাশিত’ না হলেও ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের উত্থানটা জানার বাইরে ছিল।