
জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময় ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। স্বজন ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি।
নিহতের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, ভোররাতে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময়ে জাহিদ বাসা থেকে বাইরে বের হন। একটু সামনের দিকে এগিয়ে যান। তখন একটি ককটেল এসে তাঁর মাথায় পরে। এতে তিনি গুরুতর আহত হন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ককটেল বিস্ফোরণ
- যুবক নিহত
- মারামারি