
মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ২১:৪৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মৃত তরুণীর (২০) মরদেহ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মো. আবু সাঈদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে আসামিকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত সোমবার (২০ অক্টোবর) দুপর দেড়টার দিকে মর্গে ধর্ষণের এ ঘটনা ঘটে।
আবু সাঈদ জেলার হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি হালুয়াঘাট থানা পুলিশের মরদেহ বাহক হিসাবে কর্মরত ছিলেন।