
ধর্ষণের ঘটনা হালকা করার চেষ্টা দুর্ভাগ্যজনক: শায়খ আহমাদুল্লাহ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ২১:১৫
গাজীপুরে তেরো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, এ ঘটনাটিকে 'প্রেমের সম্পর্ক' হিসেবে চিত্রিত করার মাধ্যমে প্রশাসন বিষয়টিকে হালকা করার চেষ্টা করছে, যা দুর্ভাগ্যজনক।
বুধবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, প্রচলিত আইনে ষোলো বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যৌনমিলন হলে তার সম্মতি থাকুক অথবা না থাকুক, সেটা ধর্ষণ হিসেবেই বিবেচিত হয়। এরপরও প্রশাসন কর্তৃক বিষয়টিকে হালকা করার অপচেষ্টা কেন?
- ট্যাগ:
- বাংলাদেশ
- ধর্ষণ
- ধর্ষণ মামলা