
সুপার ওভারের পরিকল্পনা কেন ‘সুপার ফ্লপ’
প্রথম আলো
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৯:০৯
ইতিহাসের জন্ম দেওয়া আনন্দের। তবে সেটা ইতিবাচক ইতিহাস হলে ভালো। ক্যাচ ছেড়ে জেতা ম্যাচ টাই করে সুপার ওভারের দেখা পাওয়াটা ইতিবাচক কি না, সেই প্রশ্নের উত্তর সবাই জানেন। পুরস্কার বিতরণী মঞ্চে মেহেদী হাসান মিরাজের উজ্জ্বল মুখ দেখে অবশ্য উল্টোটাও মনে হতে পারে কারও কারও।
মিরাজ হয়তো ভেবেছেন, এ তো সামান্য একটা সিরিজের ম্যাচ। সেখানে হার-জিতের চেয়ে কিছুক্ষণ আগে ক্রিকেট ইতিহাসের যে পাতায় প্রথমবারের মতো নাম লিখিয়েছে বাংলাদেশ, সেটা-ই সম্ভবত বেশি মূল্যবান। দেশের বাইরে সোজা সোজা স্পিন বল করার মতো এ ক্ষেত্রে মিরাজের চিন্তাও বেশ কুশলী। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২৮ বছরের পথচলায় এটাই একমাত্র ম্যাচ যেখানে তারা সুপার ওভারে খেলেছে, আর তাতে অধিনায়ক মিরাজ।