
আমেরিকায় পড়াশোনায় বিপর্যয় : এআই কী সমাধান দেবে, নাকি সমস্যা বাড়াবে?
করোনা মহামারি আমেরিকার শিক্ষা ব্যবস্থায় এমন এক ক্ষত তৈরি করেছে, যেখান থেকে এখনও বের হতে পারেনি শিক্ষার্থীরা। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে।
শিক্ষাবিদরা বলছেন, এ পরিস্থিতির পেছনে রয়েছে শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম, মনোযোগের ঘাটতি এবং দীর্ঘ সময় পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলা। এখন শিক্ষার্থীদের এই সংকট থেকে টেনে তুলতে কেউ কেউ ভরসা রাখছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর।
শিক্ষায় এআই : নতুন আশা না নতুন ভয়?
মিসিসিপি, লুইজিয়ানাসহ বিভিন্ন অঙ্গরাজ্য ইতিমধ্যে প্রাথমিক শিক্ষায় পাঠ্যক্রম বদলে দিচ্ছে। অন্যদিকে প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো এআই টিউটর চালু করছে। যা শিশুদের পড়ার সময় ভুল ধরিয়ে দেয়, উচ্চারণ ঠিক করে এবং শিক্ষার্থীর সক্ষমতা অনুযায়ী পাঠের স্তর নির্ধারণ করে।
ডেনভার পাবলিক স্কুলগুলো গত বছর থেকে “আমিরা লার্নিং” নামের একটি এআই টুল ব্যবহার করছে। এই সফটওয়্যার শিক্ষার্থীর পড়া শুনে তাৎক্ষণিকভাবে সাহায্য করে। যেমন- কোনো শব্দে শিক্ষার্থী আটকে গেলে প্রোগ্রামটি তাদের শব্দটা বানান করে পড়তে সাহায্য করে বা মাউস ব্যবহার করতে বলে।