
সাত মাসেও নতুন দল নিবন্ধন চূড়ান্ত করতে পারেনি ইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চে নতুন দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।
ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন গেজেট প্রকাশ করার কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে। কমিশন এখন বলছে, নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে নিতে চায় তারা।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, মাঠ পর্যায়ের পুনঃতদন্ত প্রতিবেদন হাতে পেয়ে কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে।
আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে; ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণ করবে ইসি। প্রস্তুতিমূলক সব ধরনের কাজ এগোলেও দল নিবন্ধনের কাজে পিছিয়ে পড়েছে সাংবিধানিক সংস্থাটি।
এ বছরের ১০ মার্চ নিবন্ধন আগ্রহী নতুন দলের কাছ থেকে আবেদন আহ্বান করে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বধীন ইসি। একদফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে।
নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থতায় প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে ১২১টি দল। বাকি ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত চালায় ইসির এ সংক্রান্ত কমিটি। ৩০ সেপ্টেম্বর জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।