
এ মাসেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ মাসের মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলীয় সূত্র।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১৫০ আসনে প্রার্থী নির্ধারণে তেমন কোনো সমস্যা নেই। কারণ, সেখানে প্রার্থী মোটামুটি ঠিক করা হয়ে গেছে। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও একাধিক মনোনয়নপ্রত্যাশীর কারণে প্রায় ১০০ আসন নিয়ে এখনো জটিলতা রয়ে গেছে।
বাকি ৫০ আসন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি।
সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে যোগ দেন।
বৈঠকে কয়েকজন সদস্য দ্রুত প্রার্থী তালিকা ঘোষণার আহ্বান জানান, যাতে তৃণমূল পর্যায়ের বিভ্রান্তি দূর হয়। তারা সতর্ক করেন, দেরি হলে প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি দুর্বল হতে পারে।
মনোনয়ন প্রক্রিয়া দ্রুত শেষ করতে গত মাসে সাংগঠনিক সম্পাদকরা দলের শীর্ষ নেতাদের কাছে আবেদন করেছিলেন।