
ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকে গেলে করণীয় কী?
আজকের দিনে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু একটুখানি অসতর্কতাই ফোনকে বিপদে ফেলতে পারে। হয়তো গরমের দিনে পুলের ধারে একটু বিশ্রাম নিচ্ছেন কিংবা হাতে থাকা পানীয় হঠাৎ উল্টে গেল ফোনের ওপর। মুহূর্তেই আতঙ্ক ‘ফোনটা নষ্ট হয়ে গেল নাকি?’ তবে সুখবর হলো, পানি লাগলেই ফোন একদম শেষ নয়। সঠিক পদক্ষেপ নিলে ভেজা ফোনটিকে সহজেই বাঁচাতে পারেন।
প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার লিখেছে, প্রথম কাজ হবে সঙ্গে সঙ্গে ফোনটি বন্ধ করে ফেলা। এটি একেবারে জরুরি। অনেক স্মার্টফোনে আর্দ্রতা শনাক্ত করার সেন্সর থাকে যা কেবল প্লাগ ইন করার সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দেখায়। তাই চার্জ দেওয়ার চিন্তা না করে আগে ফোনটিকে শুকানোর দিকে মন দিন। একটি পরিষ্কার, লিন্ট-ফ্রি কাপড় দিয়ে আলতোভাবে ফোন মুছে ফেলুন। চার্জিং পোর্টের চারপাশটিও সাবধানে শুকিয়ে নিন, যেন পানি আরও ভেতরে না ঢোকে
এরপর ফোনটিকে সামান্য ঝাঁকিয়ে নিন, যাতে পোর্টে থাকা পানি বের হয়ে আসে। চাইলে ফ্যানের সামনে রেখে দিতে পারেন বা কিছু সিলিকা জেল প্যাকেটসহ ফোনটিকে একটি জিপলক ব্যাগে কয়েক ঘণ্টা রাখুন এটি আর্দ্রতা শোষণে খুব কার্যকর।
কয়েক ঘণ্টা পর ফোনটি শুকিয়ে গেলে আবার চালু করে চার্জ দেওয়ার চেষ্টা করুন। যদি তখনও চার্জ না নেয় তবে সমস্যা হতে পারে কেবল বা সফটওয়্যারে। স্যামসাং ফোন ব্যবহারকারীরা ‘সেটিং’ থেকে ‘ইউএসবি সেটিংস’ অ্যাপ খুলে ‘ক্লিয়ার ক্যাশ’ অপশনটি চাপতে পারেন।
এতে অনেক সময় চার্জিং সংক্রান্ত সতর্কবার্তা মুছে যায়। অন্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস > অ্যাপস > সিস্টেম অ্যাপস-এ গিয়ে ইউএসবি সেটিংস খুঁজে ওই একই প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য এ অপশনটই নেই। তারা ফোন রিস্টার্ট করে দেখতে পারেন।
এসব উপায়েও কাজ না হলে ধরে নিতে হবে ফোনে আরও গভীর কোনো সমস্যা আছে। সম্ভবত চার্জিং পোর্টে জমে থাকা আর্দ্রতা ফোনের ভেতরের অংশে ক্ষতি করেছে বা কোনো অংশে মরিচা ধরেছে। এই অবস্থায় সবচেয়ে নিরাপদ উপায় ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া।