
জবির জুবায়েদ হত্যার পরিকল্পনা একমাস আগের, ছাত্রীর নির্দেশে: পুলিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল আরও এক মাস আগে। এবং হত্যার ওই ছক আঁটেন জুবায়েদের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং তার প্রেমিক দুজনে মিলে।
জুবায়েদ হত্যা নিয়ে মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেছেন, হত্যার দিন গত রোববার মেয়েটির প্রেমিকের সঙ্গে তার দুইজন বন্ধুও ছিলেন।
“তারা হত্যার জন্য নতুন দুটি সুইচ গিয়ার চাকু কিনে আনে। এরপর ছাত্রীর প্রেমিক এলোপাতাড়ি ছুরি চালায়। জুবায়েদকে হত্যার নির্দেশ দেয় তার ছাত্রী নিজেই।”
বছর খানেক ধরে জুবায়েদ পুরান ঢাকার আরমানিটোলায় তার ছাত্রী পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। রোববার বিকাল পৌনে ৫টার দিকে ওই ছাত্রীর বাসার নিচে ছুরিকাঘাতের শিকার হন জুবায়েদ। এ অবস্থাতেই ওই বাসার তিনতলা পর্যন্ত উঠতেই তার মৃত্যু হয়।
জুবায়েদকে তার ছাত্রী ‘পছন্দ করতেন’ জানিয়ে পুলিশ আগেই বলেছিল, সেই ক্ষোভে ওই ছাত্রীর ‘প্রেমিক’ (আটক কলেজছাত্র) তার বন্ধুদের সঙ্গে নিয়ে জুবায়েদকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।