
ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে ‘পাচারকারীদের সঙ্গে জড়িত রাশিয়া’
মানব পাচারকারীদের সঙ্গে মিলে ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে কাজ করছে রাশিয়ার গোয়েন্দারা। এমনই দাবি করেছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ।
‘দ্য টাইমস’ পত্রিকাকে মিতভ জানান, তার সরকারের কাছে প্রমাণ আছে যে, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সেই সব অপরাধচক্রের সঙ্গে ‘সরাসরি সম্পৃক্ত’, যারা ইউরোপে অবৈধ অভিবাসীদের প্রবেশ করাচ্ছে।
তিনি বলেন, অবৈধ অভিবাসীর এই ঢল বৈরি দেশগুলোর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যকে অস্থিতিশীল করার একটি হাতিয়ার।
আগামী সপ্তাহে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এক সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের পশ্চিম বলকান অঞ্চলের মধ্য দিয়ে অবৈধ অভিবাসন দমনে যৌথ কৌশল নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
তার আগে রাশিয়ার বিরুদ্ধে অবৈধ অভিবাসী পাচারকাজে জড়িত থাকার এই অভিযোগ উঠল। রাশিয়ার গোয়েন্দারা যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো থেকে বিতাড়ন ঠেকাতেও অভিবাসীদের উপদেশ দিচ্ছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও দাবি করেছেন যে, বামপন্থি কিছু মানবিক সংগঠনও পাচারচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মানব পাচার
- অবৈধ অভিবাসী