ব্যালন ডি’অর জেতার পর প্রথমবার মাঠে নামছেন দেম্বেলে

ডেইলি স্টার প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৪

ছয় সপ্তাহের চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে তৈরি ব্যালন ডি'অরজয়ী ফরাসি তারকা ওসমান দেম্বেলে। বায়ার লেভারকুসেনের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে শিরোপাধারী পিএসজি।


মঙ্গলবার লিগ পর্বের ম্যাচে জার্মান ক্লাব লেভারকুসেনের মাঠে খেলতে নামবে ফরাসি পরাশক্তি পিএসজি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।


দেম্বেলের ফেরা পিএসজির কোচ লুইস এনরিকের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কয়েকজন নিয়মিত ফুটবলারের চোট সমস্যায় চলতি মৌসুমের শুরু থেকেই ভুগছে দলটি। তাই তার মানের একজন তারকার প্রত্যাবর্তন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


২৮ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড গত সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। এরপর তিনি কাতারের একটি বিশেষায়িত ক্লিনিকে চিকিৎসা নেন এবং গত সপ্তাহে অনুশীলনে ফেরেন।


গত শুক্রবার লিগ ওয়ানে ঘরের মাঠে স্ত্রাসবুর্গের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করে পিএসজি। সেদিন দেম্বেলে না খেললেও এবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে প্যারিসিয়ানরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তিন নম্বরে আছে দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও