You have reached your daily news limit

Please log in to continue


কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান সম্মেলন ঘিরে জোর প্রস্তুতি

আসন্ন ৪৭তম আসিয়ান সম্মেলন ঘিরে জমজমাট প্রস্তুতি চলছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আগামী ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টার (কেএলসিসি)-এ অনুষ্ঠিত হবে এশিয়ার অন্যতম বৃহত্তম এই আঞ্চলিক শীর্ষ সম্মেলন।

সম্মেলনের স্থান ঘিরে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি। কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন—স্থাপনা নির্মাণ, বাহ্যিক সজ্জা ও ল্যান্ডস্কেপিংয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, কনভেনশন সেন্টারের চারপাশে আসিয়ান ঐক্যের প্রতীকী নকশা, ভাস্কর্য ও থিমভিত্তিক ইনস্টলেশন এলাকাটিকে প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ আকর্ষণ হিসেবে স্থাপন করা হয়েছে ১০ মিটার উঁচু ও ২০ মিটার ব্যাসের স্বচ্ছ গম্বুজ, যার ভেতরে প্রদর্শিত হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্য।

বিকেল বা রাতে বৃষ্টি সত্ত্বেও প্রযুক্তিগত কর্মী ও ঠিকাদাররা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অন্যদিকে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী কেএলসিসি সংলগ্ন সব প্রধান সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ২০ অক্টোবর, সোমবার সকালে ট্রাফিক পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে, যেন অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন