You have reached your daily news limit

Please log in to continue


জন-আকাঙ্ক্ষার নাম বিজ্ঞানসম্মত তিস্তা মহাপরিকল্পনা

তিস্তাপারে শুধু নয়, সারা দেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে। ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের সংগঠনটি তিস্তার দুই পারে মশাল প্রজ্বালনের মাধ্যমে আগামী নভেম্বরের মধ্যে এই মহাপরিকল্পনা শুরু করার দাবি জানিয়েছে। বিপুল মানুষের হাতে মশাল প্রজ্বালন দেশবাসীকে নাড়া দিয়েছে। বিএনপির একজন নেতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দেশে-বিদেশে থাকা প্রচুর মানুষ এই দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছেন। দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয়েও মশাল মিছিল হয়েছে।

এই জাগরণ একদিনে হয়নি। তিস্তাপারের মানুষ দীর্ঘদিন ধরে ভাঙন ও যত্নহীনতায় বারবার বন্যায় দিশাহারা। ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ ২০১৫ সাল থেকে মানুষকে আন্দোলনে ঐক্যবদ্ধ করছে, অনেক বড় বড় কর্মসূচি পালন করেছে। ২০১১ সাল থেকে ‘রিভারাইন পিপল’ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও সুরক্ষার জন্য আন্দোলনে সক্রিয় আছে। এমনকি বিএনপি, জাতীয় পার্টি, বাসদসহ অনেক রাজনৈতিক দলও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে লংমার্চ করেছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অনেক রাজনৈতিক দলও মহাপরিকল্পনার বাস্তবায়ন চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন