You have reached your daily news limit

Please log in to continue


তৈরি হয়েও বাজারে আসেনি শাওমির একক ক্যামেরা ফোন

শাওমির একটি ‘রহস্যজনক’ প্রটোটাইপ ফোনের দেখা মিলেছে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে। একটি মাত্র ক্যামেরাযুক্ত ফোনটি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলও ছড়িয়েছে। অনেকে প্রশ্ন করছেন, এটি আদৌ বাজারে আসার উদ্দেশ্যে তৈরি হয়েছিল কিনা। খবর গিজচায়না।

শাওমি টাইম প্রটোটাইপসের টেলিগ্রাম চ্যানেল থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, ফোনটির পেছনের অংশে রয়েছে মাত্র একটি ছোট ক্যামেরা। কিন্তু নেই কোনো ফ্ল্যাশ কাটআউট, নেই লেন্সও। শাওমির সাম্প্রতিক স্মার্টফোন লাইনে এমনটা আগে দেখা যায়নি। তবে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো শাওমির লোগোর জায়গায় লেখা আছে ‘অ্যামাজন’ ও ‘নেপুলু’, যা মূলত কোম্পানির ভেতরে ব্যবহৃত পরীক্ষামূলক কোডনেম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন