অনলাইনে গোপনীয়তা নিয়ে মানুষের সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে। অনেকেই মনে করেন ওয়েব ব্রাউজারের ‘প্রাইভেট মোড’ বা ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করলে তাদের অনলাইন কার্যকলাপ সম্পূর্ণ গোপন থাকে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ভুল ধারণা। প্রাইভেট মোড কেবল একই ডিভাইসের অন্য ব্যবহারকারীর কাছ থেকে ইতিহাস লুকায়, ইন্টারনেট থেকে নয়।
প্রাইভেট মোড মূলত একটি অস্থায়ী ব্রাউজিং সেশন। এতে ব্রাউজিং হিস্ট্রি, কুকি, ফর্ম ডাটা বা সার্চ হিস্ট্রি ব্রাউজারে সংরক্ষিত থাকে না। ট্যাব বা উইন্ডো বন্ধ করার পর ওই সেশনের ডাটা ব্রাউজার থেকে মুছে যায়। এটি সাধারণত অনেকেই ব্যক্তিগত বা গোপন অনুসন্ধানে ব্যবহার করেন। আবার অনেকেই বিজ্ঞাপন ট্র্যাকিং এড়াতে প্রাইভেট মোড ব্যবহার করেন।