
গত বছরের ৫ আগস্ট ছাত্র গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পরের তিন দিন বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।
সে সময়ে দেশে কোনো সরকার ছিল না এবং দেশের জনগণ প্রতিবেশী দেশের একটি প্রতিঘাতের আশঙ্কা করছিল; কারণ ৫ আগস্ট তাদের তিল তিল করে গড়ে তোলা সুখ স্বপ্নের অকস্মাৎ পরিসমাপ্তি ঘটেছিল এ গণ-অভ্যুত্থানের অভিঘাতে। সে সময় সমগ্র বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল একজন মানুষের, যার নাম ড. মুহাম্মদ ইউনূস, যিনি তখন প্যারিস অলিম্পিকের একজন উদ্যোক্তা হিসাবে সেখানে অবস্থান করছিলেন। ড. মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট, ২০২৪ তারিখে ঢাকায় এসে পৌঁছান এবং সেদিন রাতেই শপথ নেন ও সরকার গঠন করেন। তিনি সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলে।