যুদ্ধবৈষম্য ক্ষমতা বিশ্ব অশান্তির মূল

দেশ রূপান্তর মারুফা ইয়াসমিন প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৫

বিশ্বকে যদি একটি উত্তাল সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ঢেউগুলো আছড়ে পড়ছে বিভিন্ন দেশে। কোথাও যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা অভ্যন্তরীণ সংঘাতরূপে। এমন অস্থিরতার মূলে তিনটি প্রধান চালিকাশক্তি কাজ করছে যুদ্ধ, অর্থনৈতিক বৈষম্য এবং ক্ষমতার লড়াই। এগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন নয়, বরং একটি জটিল জালের মতো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যুদ্ধ ও সংঘাত চলছে, তা কেবল ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রভাব বিশ্ব অর্থনীতি, রাজনীতি এবং মানবিকতার ওপর পড়ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, ভারত-পাকিস্তান সংঘাত, আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ, আফ্রিকার বিভিন্ন অঞ্চলের গৃহযুদ্ধ এসব সেই অস্থিরতার প্রধান কারণ।


আধুনিক যুদ্ধগুলো প্রায়ই প্রক্সি যুদ্ধ, যেখানে শক্তিশালী দেশগুলো সরাসরি অংশগ্রহণ না করে ছোট বা দুর্বল রাষ্ট্রগুলোকে ব্যবহার করে নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। ফলস্বরূপ দেশগুলোর অবকাঠামো ধ্বংস হচ্ছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং ফলে অনিবার্যভাবে মানবিক সংকট সৃষ্টি হচ্ছে। যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যাহত হয়, যা মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার জন্ম দেয়। এই সংঘাতগুলো কেবল অস্ত্রের লড়াই নয়, বরং এক প্রকার আদর্শিক ও ভূ-রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা। ক্ষমতার এই প্রতিযোগিতা ছোট দেশগুলোকে বলির পাঁঠা বানায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও