You have reached your daily news limit

Please log in to continue


জুলাই সনদে স্বাক্ষর করেও জামায়াত যুগপৎ আন্দোলনে কেন— ব্যাখ্যা দিলেন গোলাম পরওয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে আরও সাতটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘সমমনা রাজনৈতিক দলসমূহ’ ব্যানারে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় জুলাই সনদে স্বাক্ষর করার পরও কেন নতুন কর্মসূচি দেওয়া হচ্ছে, তার ব্যাখ্যা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের। কর্মসূচি নিয়ে তিনি বলেন, আগামী ২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল ও ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান খেলাফত মজলিশের এই নেতা।

নতুন কর্মসূচি ঘোষণার বিষয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরও আপনারা কেন আবার আন্দোলনের কর্মসূচি দিলেন—এই প্রশ্নটি আসতে পারে। এর উত্তরে আমাদের এই দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, এর মধ্য দিয়ে জুলাই চার্টারে থাকা সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা একমত প্রকাশ করেছি। কিন্তু এখন কাজ বাকি আছে। কাজগুলো হলো—জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, আর এটাকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে, তারপর জাতীয় নির্বাচন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন