
হোটেলের সুইমিং পুলে কুমির!
সম্প্রতি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে কুমির শিশুর আনাগোনা দেখা গেছে। তবে কিছুটা দূরে বিশ্রাম নিতে থাকা অতিথিদের কেউই বিষয়টি টের পাননি।
আজ রোববার এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ্তাহিক ছুটির দিনে ছোট জলজ প্রাণীটি পোর্ট ডগলাসের শেরাটন গ্র্যান্ড মিরেজ রিসোর্টের সুইমিং পুলের জলকেলি করছে।
টিকটকার লেসি কেলার ওই 'তরুণ' কুমিরের ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে তিনি বলেন, 'আমি কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু শেরাটনের পুলে একটি কুমির দেখা যাচ্ছে।'
ভিডিওতে কয়েকজন পর্যটককে পুলের পাশের সান লাউঞ্জে আরাম করতে দেখা গেছে। এ সময় কেউ পানিতে নামেননি। সম্ভবত তারা টেরই পাননি যে সেখানে কুমির আছে।
'কাউকে দেখে মনে হয়নি বিষয়টাকে পাত্তা দিচ্ছেন', যোগ করেন লিসা।
ভিডিওটি হোটেলের ওয়েবসাইটে থাকা পুলের ছবির সঙ্গে মিলে যায়।
- ট্যাগ:
- জটিল
- কুমির
- সুইমিং পুল
- বিলাসবহুল হোটেল