অনাহারে ছিলাম, কিন্তু গান ছাড়িনি: পান্থ কানাই

প্রথম আলো প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:২৯

‘সেই এক সময় ছিল’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন পান্থ কানাই। আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। এর বাইরে এই গায়কের আরও তিনটি গান সপ্তাহখানেকের মধ্যে প্রকাশিত হবে। তৈরি আছে আরও ৩০ গান। নতুন উদ্যমে ড্রামস শেখানোর স্কুল ‘ড্রামবাজ’ চালু করছেন। এসব নিয়ে সম্প্রতি তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুর কাদের।


প্রথম আলো: গান তো এর আগে অনেকে গেয়েছেন, ‘সেই এক সময় ছিল’ গানটি কেন আপনার কাছে আলাদা গুরুত্ব পায়?


পান্থ কানাই : ‘সেই এক সময় ছিল’ করোনাকালে গাওয়া গান। ওই সময়ে আমরা একেকজন একেকভাবে বিভিন্ন রকম শিক্ষা পেয়েছি। সময়টা আমরা একেকজন একেকভাবে কাটিয়েছি। কেউ কিছু পেয়েছি, কেউ কিছু হারিয়েছি। নানাভাবে ওই সময়টা আমাদের জীবনের স্মৃতি বহন করে। সেই সময়কে নিয়ে এই গান। লিখেছেন বাংলাদেশের বিখ্যাত গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, যিনি অসাধারণ গীতিকবি, যাঁর অনেকগুলো গান বাংলাদেশের সংগীতজগৎকে নানাভাবে সমৃদ্ধ করেছে। তিনি আমার কাছে বিশেষ শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। গানটিতে যিনি সুর করেছেন, তিনি দেশের বিখ্যাত ব্যান্ড রেনেসাঁর ড্রামবাদক। তিনি শুধু ড্রামবাদক নন, একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। এই মানুষটি এমন একজন, আমি ছোটবেলায় যখন চট্টগ্রাম সরকারি হাইস্কুলে পড়ি, তখন চট্টগ্রাম মেডিকেল কলেজের বাস্কেটবল মাঠে একটা স্টেজ শো দেখতে যাই। তখন তাঁর ড্রামস বাজানো দেখে আমি হতবাক হয়ে যাই। এতটাই মুগ্ধ হই, তাঁর মতো ড্রামস বাজানোর স্বপ্ন দেখি। তখন থেকেই তিনি আমার দৃষ্টিতে ড্রামস বাজানোয় ভগবান সমতুল্য। এই দুই ব্যক্তিত্বের সমন্বয়ে একটি গান ‘সেই এক সময়’। এটির প্রস্তাব যখন পিলু ভাই দিয়েছেন, খুশিতে সেদিন রাতে ঘুমাতে পারিনি। গানটা শুনে এত ভালো লেগেছে, ঠিক যে রকম স্টাইল আমি চাই, যেই জনরার মিউজিক আমি পছন্দ করি, তাঁরা তো সেই জনরার মিউজিক করেন। সে জন্য গানটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।


প্রথম আলো : নতুন আরও কোনো গান কি তৈরি আছে, যা সামনে প্রকাশিত হবে?


পান্থ কানাই : আমার কম্পিউটারে ৩০টির বেশি গান অর্ধসমাপ্ত হয়ে আছে। সব কটি গান আমার নিজের সুর ও সংগীতে। কিন্তু সিদ্ধান্ত নিতে পারিনি, গানগুলো কোথা থেকে বের হবে। আমার ইউটিউব প্ল্যাটফর্ম, নাকি অন্য কোনো প্রতিষ্ঠান। একরকম সিদ্ধন্তহীনতায় আছি। পান্থ কানাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভবিষ্যতে বের করতে পারি। কয়েক দিনের মধ্যে তিন প্রতিষ্ঠান থেকে তিনটা গান আসবে। রেকর্ডিং ও ভিডিও শুটিং শেষ।


প্রথম আলো: নিজের গান বা সৃষ্টির প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন, এমন সময় কি জীবনে এসেছে?


পান্থ কানাই : আমার এত বছরের জীবনে কখনো কোনো চাকরি, ব্যবসা—কিছুই করিনি গানবাজনা ও সৃজনশীলতা ছাড়া। গানবাজনার ওপর আস্থা কখনো হারিয়ে ফেলিনি, এটা ছিল, আছে এবং থাকবে। মৃত্যুর আগপর্যন্ত এই শক্তিতে বলীয়ান থাকব। এই জীবনে গানবাজনার জন্য এই ঢাকা শহরে অনেক কষ্ট করেছি। এমনও দিন গিয়েছে, অনাহারে ছিলাম, অর্ধাহারে ছিলাম, কিন্তু গান ছাড়িনি। এটার প্রতি আস্থা খুব গভীর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও