You have reached your daily news limit

Please log in to continue


ব্যাটারি সাশ্রয় হয় যেভাবে

সব ফোনের কমবেশি প্রধান সমস্যা ব্যাটারি। সামাজিক যোগাযোগে ও সব সময় ইন্টারনেটে যুক্ত থাকায় দ্রুতই ফুরিয়ে যায় চার্জ। সম্ভব হলে ঘুমানোর সময় ইন্টারনেটে না থাকা। দিনের কিছুটা সময় স্মার্টফোনকে ইন্টারনেট সংযোগ থেকে মুক্ত রাখা প্রয়োজন। অ্যান্ড্রয়েড সংস্করণে স্মার্টফোনের মতো আইফোনে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। আইফোন ভোক্তার সংখ্যা আগের তুলনায় প্রতিদিন বাড়ছে। অনেকের হাতে আইফোন ১২, ১৩ বা ১৪ মডেল নজরে পড়বে। নতুন প্রযুক্তি যতই আসুক না কেন, ব্যাটারি চার্জের বিষয়ে বাড়তি নজরদারির বিকল্প নেই। পূর্ণ চার্জ করার পরও বহু কারণে চার্জের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে।

সিস্টেম বিশেষজ্ঞরা বলছেন, কখনোই ফোনকে শতভাগ চার্জ না করা। কারণ, অনেক সময় ব্যাটারি আবহাওয়ার কারণে ওভারহিট হতে পারে। আর গরম হলে চাপ পড়ে সিস্টেম অপারেশনে। ফলে ফোনের কার্যক্রম প্রথমেই গতি হারায়। সমস্যা উৎপত্তি গোড়াতেই বলে ধারণা দিয়েছেন সিস্টেম বিশেষজ্ঞ টাইলার মরগ্যান। রিপোর্ট সূত্রে জানা গেছে, বেশ কিছু ব্যাটারি সেভিং টিপস রয়েছে, অনেকে যেসব 
পরামর্শ মেনে চলেন।

বিখ্যাত অ্যাপেল ব্র্যান্ডের মতো বৃহৎ টেক সংস্থার সঙ্গে কাজ করেছেন টাইলার মরগ্যান। কাছ থেকে দেখেছেন ফোন ডিজাইনের প্রতিটি ধাপ। ব্যাটারি স্পেসিফিকেশনের বিষয়ে তাঁর ধারণা স্পষ্ট। ফোনের ব্যাটারি দীর্ঘায়ু করতে উল্লিখিত টিপস মেনে চলার পরামর্শ দিয়েছেন। চার্জ একেবারে শেষদিকে চলে এলে ফ্লাইট মুডে নিয়ে যান হ্যান্ডসেট। নিশ্চিতভাবেই তা ফোনকে সক্রিয় রাখবে বাড়তি কিছুটা সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন