‘ঘরের মাঠের সুবিধা নিতেই হবে, আমরা ১০ নম্বরে আছি’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৭

সাধারণত সব দলই নিজেদের মাঠ ও কন্ডিশনকে নিজেদের অনুকূলে ব্যবহার করে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে স্পিন-নির্ভর উইকেট বানিয়ে গতকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিতেছে টাইগাররা। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অবশ্য এটিকে কোনো সমস্যা মনে করেন না। তার মতে, দলের বর্তমান পরিস্থিতিতে এমন উইকেটে খেলা যুক্তিসম্মত।


২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে র‌্যাঙ্কিংয়ের নয়ে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে তাদের অবস্থান ১০। যদিও র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়ার আগে বাংলাদেশের আরও ২০টির বেশি ম্যাচ বাকি। ক্যারিবীয়দের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেই মেহেদী হাসান মিরাজের দল র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে যাবে। এমন সমীকরণ নিয়ে নেমে গতকাল বাংলাদেশ ২০৭ রান তোলে। রিশাদ হোসেনের ঘূর্ণিতে (৬ উইকেট) ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৩৩ রানে।


প্রথম ওয়ানডে শেষে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমরা যে পরিস্থিতিতে আছি, ঘরের মাঠের সুবিধা নিতেই হবে। র‍্যাঙ্কিংয়ে আমরা ১০ নম্বরে আছি। যদি বিশ্বকাপ খেলতে হয় আমাদের ৯ নম্বরে যেতে হবে। ফলে এই তিনটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও