দ্বিতীয় দিনে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট, সিঅ্যান্ডএফ কর্মীদের কর্মবিরতি

ডেইলি স্টার চট্টগ্রাম বন্দর প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৯

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা আরও তীব্রতর হয়েছে। সেখানে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট কর্মীরা আজ রোববার সকাল ৯টা থেকে চার ঘণ্টার কর্মবিরতি পালন করছেন।


বন্দরে প্রবেশ ও লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে তাদের এই কর্মবিরতি। 


এদিকে পরিবহন অপারেটরদের অব্যাহত ধর্মঘট দ্বিতীয় দিনে গড়াল। টানা দুই দিন ধরে বন্দরে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 


বাংলাদেশে ব্যবসার প্রায় ৯০ শতাংশ কার্যক্রম এই বন্দরের মাধ্যমে হয়। ধর্মঘট ও কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সচিব মো. ওমর ফারুক জানান, বন্দর কর্তৃপক্ষ আজ দুপুর ১২টায় বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির নেতাদের সঙ্গে একটি বৈঠক ডেকেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও