
চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে রাজধানীতে আগামীকাল অর্ধদিবস বন্ধ থাকবে গাড়ি বিক্রয়কেন্দ্র
চাঁদাবাজি ও হামলার ঘটনার প্রতিবাদে অর্ধদিবস বন্ধ থাকবে রাজধানীর সব গাড়ি বিক্রয়কেন্দ্র। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারিধারা ও প্রগতি সরণি এলাকার গাড়ি বিক্রয়কেন্দ্রে কয়েক মাস ধরে চাঁদাবাজি ও ককটেল হামলা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে বারভিডা এই কর্মসূচি ঘোষণা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বারভিডার সভাপতি আবদুল হক প্রথম আলোকে বলেন, একটি মহল এ ধরনের অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। কয়েক মাস ধরে বারিধারার পাঁচ থেকে ছয়টি বিক্রয়কেন্দ্রে ককটেল ফোটানো ও টেলিফোন করে চাঁদা চাওয়া হচ্ছে।
বারভিডা সভাপতি আরও বলেন, দেশ এখন একধরনের ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আবার সামনে নির্বাচন। তাই সন্ত্রাসীরা মনে করছে, এখন ব্যবসায়ীদের মধ্যে ভয় তৈরি ও অপরাধ বিস্তারের সঠিক সময়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- অর্ধদিবস বন্ধ