২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে দুশ্চিন্তার ভাবনাগুলো আপন খুশিকে নষ্ট করতে পারে। এটি হতে দেবেন না। কারণ এটি শুধু ধ্বংসাত্মক ক্ষমতাকেই মেনে চলে। প্রাণোচ্ছল হাসি পূর্ণ একটি সময় যেখানে বেশিরভাগ জিনিসই ইচ্ছানুসারে এগোবে। সুখী করার জন্য জীবনসঙ্গী অনেক চেষ্টা করবে। সপ্তাহের মাঝদিকে অফিস থেকে ঘরে আসার সময় সাবধানে গাড়ি চালানোর দরকার। না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আর বেশ কিছুদিনের জন্য অসুস্থ হতে পারেন। সপ্তাহের শেষদিকে দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না। তবে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত।



বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ভালোবাসার উচ্ছাস স্বপ্ন ও বাস্তবতা এ সময়ে মিশে যাবে। সতর্কতা অবলম্বন করার পদক্ষেপ গ্রহণ করার সময়, যখন হৃদয় থেকে মনের দরকার বেশি। না হলে ক্ষয়ক্ষতি বা চুরি হওয়ার সম্ভাবনা বেশি। সপ্তাহের মাঝদিকে বুঝতে পারবেন সঙ্গী আপনার জন্য দেবদূত। সপ্তাহের শেষদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাদের স্বাস্থ্যের যত্ন নিন। সব থেকে সেরা প্রত্যাশা নিয়ে নিজেকে উৎসাহিত করুন।



মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার জন্য সময়টি অত্যন্ত ভালো। সঙ্গীকে কতটা ভালোবাসের সেটা তাকে জানান। একে অপরকে ভালো করে জানা ও বোঝার জন্য প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন। সপ্তাহের মাঝদিকে উচ্চ ক্যালরির খাবার এড়িয়ে চলুন ও শরীরচর্চায় লেগে থাকুন। যদি স্বাস্থ্যের যত্ন না নেন তবে চাপ অনুভব করতে পারেন। সপ্তাহের শেষদিকে যৌথ ব্যবসায়ে যাবেন না। অংশীদাররা সুযোগ নিতে পারেন। বিবাহিত দম্পতীতরা একসঙ্গে বসবাস করে তবে সবসময় রোমান্টিক হয় না। কিন্তু এ সময়ে সত্যি সত্যি রোমান্টিক হবে। 


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর সময়টিকে উজ্জ্বলতর করে তুলবে। পারিবারিক দায়বদ্ধতাগুলো অবিলম্বে মনোযোগের প্রয়োজন। একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলো সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। সপ্তাহের মাঝদিকে প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। সঙ্গী বিচলিত হতে পারে যদি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। সপ্তাহের শেষদিকে অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। কিছু সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখুন।


সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে নির্দিষ্ট ‍কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন লক্ষ্য এনে দেবে। চমক দিয়ে ভাই আপনাকে উদ্ধার করতে আসবে। এক অপরকে সমর্থন করারে জন্য প্রয়োজন সমর্থন করা। সপ্তাহের মাঝদিকে মাধুর্য ও ব্যক্তিত্ব নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। কাজ ক্লান্তিকর ও চাপ পূর্ণ মনে হবে। তবে বন্ধুদের সঙ্গ এক হালকা ও খুশির মেজাজে রাখবে। সপ্তাহের শেষদিকে প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে। এমন প্রতিশ্রতি দেবেন না, যা রাখা কঠিন হবে। কারণ আপনার জন্য নিছক আনন্দ ও মজা যেহেতু পূর্ণ মাত্রায় প্রেমে পেড়েছেন।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আত্মবিকাশের প্রকল্পগুলো বেশি উপায়ে পুরস্কৃত করবে। নিজের সম্পর্কে ভালো ও প্রত্যয়ী অনুভব করবেন। কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন। নতুন লগ্নির বিষয়ে সাবধান হোন, নিজস্ব সিদ্ধান্ত নিন। সপ্তাহের মাঝদিকে এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। লেখায় কিছুটা ভালো সময় ব্যয় করে বিশেষ সৃজনশীলতার দিকে যেতে পারেন। সপ্তাহের শেষদিকে পরিবারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যেতে পারে। এটি করার উপযুক্ত সময়। আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি ও উচ্ছলতা বয়ে আনবে। পারিবারিক অনুষ্ঠান নতুন বন্ধু বানাবে। তবে নির্বাচনে সতর্ক থাকুন।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে প্রিয়জনের আঘাত থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। অসুস্থতার জন্য চিকিৎসার খরচ বাড়বে। নিজের পদ্ধতিতে সত্য পরায়ণ ও যথার্থ হোন। দৃঢ় পরিকল্পনা লক্ষ্যণীয় হবে। সপ্তাহের মাঝদিকে সব দায়বদ্ধতা ও আর্থিক লেনদেনগুলো সতর্কতার সাথে সামলাতে হবে। এ সময়টি অর্থনৈতিকভাবে ভালো প্রমাণিত হবে। আর যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন। সপ্তাহের শেষদিকে ঘরে আত্মীয় স্বজনের সমাগম একটি আনন্দদায়ক ও চমৎকার সময়ে পরিবর্তন করবে। ভাই বোনের সম্পর্কে পরিবর্তন আসবে। পুরানো ভুল ধারণা দূর হয়ে যাবে।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে ‍পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনবেন। খরচে অপ্রত্যাশিত উত্থান মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। সপ্তাহের মাঝদিকে ধারালো পর্যবেক্ষণ অন্যদের থেকে আলাদাভাবে এগিয়ে রাখতে সাহায্য করবে। নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে এটি ভালো সময়। আর সেই সব প্রকল্পে কাজ করা উচিত যেগুলো সৃষ্টিশলি প্রকৃতির। সপ্তাহের শেষদিকে বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হওয়ার জন্য আর্থিক অবস্থা উন্নত হবে। কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত টাকা কোথায় লাগাচ্ছেন তা নিশ্চিত হোন।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র তাকে যদি হ্যালো বলেন, তবে কর্মক্ষেত্রে জিনিসগুলো সত্যিই অসাধারণ হয়ে যাবে। সেমিনার ও প্রদর্শনীগুলো নতুন জ্ঞান ও যোগাযোগ সরবরাহ করবে। সপ্তাহের মাঝদিকে পরিবারের সঙ্গে কেনাকাটায় প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় হতে পারে। অর্থ ব্যয় মনকে নিরানন্দ করবে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। সপ্তাহের শেষদিকে নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বু্দ্ধি ও বোধশক্তি মিলিত হয়ে, সাফল্য নিশ্চিত করবে। তাই ধৈর্য বজায় রাখুন।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা আছে যা শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। এটি হল পেশা সংক্রান্ত সেইসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময় যা বেশ কিছুদিন ধরে ভাবছিলেন। সপ্তাহের মাঝদিকে রসিক স্বাভাব সামাজিক অনু্ষ্ঠানে জনপ্রিয় করে তুলবে। কৈশোরে ফিরে যাবেন। সেইসব নিষ্পাপ মজাগুলো আবার করুন। সপ্তাহের শেষদিকে পরিকল্পনাগুলো সম্পর্কে খোলামেলা হলে, নিজের প্রকল্পের সর্বনাশ করবেন। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। দূরের জায়গার আত্মীয়রা যোগাযোগ করতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করভে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে। জ্যেষ্ঠরা কাজের মানের জন্য মুগ্ধ হতে পারেন। সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম এ সময় সত্যিই ভালো ফল দিতে পারে। সপ্তাহের শেষদিকে অতীতের সুখ স্মৃতিগুলো আপনাকে ব্যস্ত করে রাখবে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ পথ প্রদর্শন করবে।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ব্যবসায়ীদের জন্য ভালো সময়। কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পারেন। স্বামী/ স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন। কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা উচিত। সপ্তাহের মাঝদিকে বাইরে বের হওয়া প্রয়োজন। আর উঁচু জায়গার মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়ান। ভ্রমণে ও শিক্ষামূলক সাধনা সচেতনতা বাড়িয়ে তুলবে। সপ্তাহের শেষদিকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সময় কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। নিজের কাজে অগ্রাধিকারে মনোনিবেশ করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও