উচ্চতায় বিশ্বের সবচেয়ে বড় গাধা ডেরিক
একটি গাধার উচ্চতা বা দৈর্ঘ্য কতটা হতে পারে। গড়ে ৪ ফুট ৩ ইঞ্চি থেকে ৪ ফুট ৯ ইঞ্চি। তবে বর্তমানে পৃথিবীতে বেঁচে থাকা একটি গাধা উচ্চতা ও লম্বায় অন্য সবকিছু ছাড়িয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত গাধাটির নাম ডাইনামিক ডেরিক। এটি যুক্তরাজ্যের লিংকনশায়ারের হাটোফ্টের র্যাডক্লিফ ডঙ্কি স্যাংচুয়ারিতে রয়েছে।
ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ডেরিক পৃথিবীর সবচেয়ে লম্বা জীবিত গাধার খেতাব অর্জন করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে যাচাই করা তথ্য অনুযায়ী, খুর থেকে কাঁধ পর্যন্ত দৈত্যাকার ডেরিকের উচ্চতা ১৬৭ সেন্টিমিটার (৫ ফুট ৫ ইঞ্চি)। এই উচ্চতা তার প্রজাতির গড় উচ্চতার চেয়ে প্রায় ২০ সেন্টিমিটার বেশি।
- ট্যাগ:
- জটিল
- গাধা
- গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড