
শুরুতেই ফিরলেন সাইফ-সৌম্য, বিপদে বাংলাদেশ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:৩৯
ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ধবলধোলাইয়ের লজ্জায় পড়তে হয়েছিল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সিরিজের শুরুতেও সেই নড়বড়ে ব্যাটিং। প্রথম ওয়ানডেতে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার সাজঘরে ফিরে গেছেন।
দ্বিতীয় ওভারের ৫ম বলে সাইফ হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন রোমারিও শেফার্ড। ৬ বলে ৩ রান করেন এই ওপেনার। এরপর সাইফের পথ ধরে বিদায় নিয়েছেন দীর্ঘ দিন পর দলে ফেরা সৌম্য সরকারও।
তৃতীয় ওভারের প্রথম বলে জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে চালিয়ে খেলতে চেয়েছিলেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে রোস্টন চেজের হাতে ধরা পড়লেন। এক চারের মারে ৬ বলে ৪ রান করেছেন সৌম্য।