বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন গতি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৯

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন গতি পেয়েছে। দীর্ঘ ছয় বছর পর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) হয়েছে। গত এক বছরে ডজনখানেক সফর বিনিময় হয়েছে ঢাকা ও আঙ্কারার মধ্যে। যেখানে গুরুত্ব পেয়েছে রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি থেকে প্রতিরক্ষা সহযোগিতাকে অংশীদারত্বে রূপ দেওয়ার মতো বিষয়গুলো। এসব বিষয় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে বলে মনে করেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


‘ডিফেন্স ফ্রেমওয়ার্ক ফর কোঅপারেশন’ স্বাক্ষরের প্রস্তুতি


বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান ছোট ছোট সমঝোতা স্মারকগুলো (এমওইউ) এক ছাতার নিচে আনতে একটি ‘ডিফেন্স ফ্রেমওয়ার্ক ফর কোঅপারেশন’ স্বাক্ষরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র। নভেম্বরে সেনাপ্রধানের তুরস্ক সফরে এটা নিয়ে বিস্তৃত আলোচনা হবে।


পররাষ্ট্র মন্ত্রণালয় ও আঙ্কারা সূত্র জানিয়েছে, গত সপ্তাহেই বাংলাদেশের পক্ষ থেকে এই ফ্রেমওয়ার্কের খসড়া চূড়ান্ত করে তুরস্কে পাঠানো হয়েছে। দুই বছর আগে তুরস্ক এ চুক্তির প্রস্তাব দিয়েছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে গতি পেয়েছে সরকার পরিবর্তনের পর। তবে এই ডিফেন্স ফ্রেমওয়ার্ক ফর কোঅপারেশনটি আসন্ন নির্বাচনের পর গঠিত পরবর্তী রাজনৈতিক সরকারের সঙ্গেই চুক্তিটি স্বাক্ষর করার আগ্রহ প্রকাশ করে আঙ্কারা।


গত জুলাই মাসে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গরগুন বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও