
আকাশ ছুঁয়েছে স্বর্ণের দাম, বদলে যাচ্ছে উপহারের সংস্কৃতি
বিশ্বব্যাপী অস্থিরতা আর কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনাকাটার জেরে স্বর্ণের দাম আকাশচুম্বী। বাংলাদেশের স্বর্ণ ক্রেতারাও চরম চাপে পড়েছেন। তবু অনেকে এখন বেশি লাভের আশায় এই মূল্যবান ধাতু কিনছেন।
ঢাকার মিরপুরের বেসরকারি চাকরিজীবী ফারজানা খালিদ তার ভাবীর বিয়েতে উপহার দেওয়ার জন্য এক জোড়া স্বর্ণের কানের দুল কিনেছিলেন। উপহারটি ছিল বিশেষ। দাম পড়েছে ৫০ হাজার টাকা।
ফারজানা বলেন, 'দুই বছর আগে একটা ছোট লকেটসহ স্বর্ণের চেইনের দাম ছিল এখনকার তুলনায় অর্ধেক। এখন সেটার দাম প্রায় দ্বিগুণ।'
তিনি বলেন, 'আগে যে টাকায় বড় গহনা কেনা যেত, এখন সেই টাকায় নামমাত্র ছোট্ট গহনা কেনা যায়। ১৩ বছর আগে আমার বিয়েতে আত্মীয়রা ছোট ছোট বেশকিছু স্বর্ণের গহনা উপহার দিয়েছিলেন। কিন্তু এখন দাম বেড়ে যে জায়গা পৌঁছেছে, এমন উপহার দেওয়া অনেক কমে গেছে।'
বাংলাদেশে স্বর্ণ শুধু সম্পদই নয়, বিয়ের মতো অনুষ্ঠানে অপরিহার্য উপহার। কিন্তু এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১৬ হাজার টাকায় পৌঁছেছে, যা ২৬ মাস আগের তুলনায় দ্বিগুণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে ক্রেতার সংখ্যা অন্তত ৫০ শতাংশ কমে গেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- উপহার
- স্বর্ণের দাম