
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: পরাজয়ের বৃত্ত ভাঙার লক্ষ্য দু’দলেরই
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ- দুই দলই যেন হাঁটছে এক অজানা গন্তব্যে। সাম্প্রতিক সময়ে একের পর এক হার, দুই দলকেই যেন পর্যদুস্ত করে দিচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ- এটা যেমন ঠিক, তেমনি ওয়ানডে সিরিজে পুরোপুরি নাকানি-চুবানি খেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। দুই ম্যাচেই অলআউট হয়েছে ৩০-এর নিচে কম ওভার খেলে।
শুধু তাই নয়, গত কয়েক বছর ওয়ানডেতে বেশ বাজে খেলছে বাংলাদেশ। টাইগানররা গত পাঁচটি ওয়ানডে সিরিজে হেরেছে, ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া যে ধারা শুরু হয়েছে, এরপর থেকে তারা মাত্র ১৪ ম্যাচে ২টিতে জয় পেয়েছে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একটি দল আরব আমিরাতে নেপালের কাছে পর্যন্ত সিরিজ হেরেছে। তার আগেও পাকিস্তান, অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে সিরিজ হেরেছে। আর মূল দলটি সম্প্রতি ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাই আজ দুই দলের সামনেই বৃত্ত ভাঙার মিশন। পরাজয়ের বৃত্ত। শুধু তাই নয়, ত্বপূর্ণ র্যাংকিং পয়েন্ট নিয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যেও এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। যে সিরিজ জিততে পারবে, তারাই এগিয়ে থাকবে বিশ্বকাপ নিশ্চিত করার দিকে। সে লক্ষ্যেই আজ দুপুর দেড়টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।