You have reached your daily news limit

Please log in to continue


রাকসুতে কোন পদে কে জয়ী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে ভিপি ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির; তবে হাতছাড়া হয়েছে জিএস পদ। আর শীর্ষ তিন পদে প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে এ বিশ্ববিদ্যালয়েও ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের।

ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন।

আর জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।

রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের শীর্ষ দুই পদে শিবিরের প্রতিদ্ব্ন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর এবং এজিএস পদে জাহিন বিশ্বাস এষা।

অপরদিকে জিএস পদে শিবিরের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও আধিপত্যবিরোধী ঐক্যের প্রার্থীর কাছে হেরে যান।

শান্তিপূর্ণভাবে বৃহ্স্পতিবার ভোট শেষের পরদিন সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল আছে। এর মধ্যে ছয়টি মেয়েদের এবং ১১টি ছেলেদের। রাতভর এসব হলের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজয়ী যারা

ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ

জিএস: সালাউদ্দিন আম্মার

এজিএস: এস এম সালমান সাব্বির

ক্রীড়া সম্পাদক - নার্গিস খাতুন

সহক্রীড়া সম্পাদক - আবু সাইদ মোহাম্মদ

সাংস্কৃতিক সম্পাদক - জাহিদ হাসান

সহসাংস্কৃতিক সম্পাদক - মোহাম্মদ রাকিবুল ইসলাম

মহিলা সম্পাদক - সাইয়্যেদা হাফসা

সহমহিলা সম্পাদক - সামিয়া জাহান

তথ্য ও গবেষণা সম্পাদক - বি এন নাজমুস সাকিব

সহতথ্য ও গবেষণা সম্পাদক - সিফাত আবু সালেহ

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ মোজাহিদ ইসলাম

সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক - আসাদুল্লাহ

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক – তোফায়েল আহমেদ তোফা

সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক - মোজাহিদুল ইসলাম সায়েম

বিতর্ক ও সাহিত্য সম্পাদক - ইমরান মিয়া লস্কর

সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক - মোহাম্মফ নয়ন হোসেন

পরিবেশ ও সমাজসেবা সম্পাদক - আবদুল্লাহ আল মাসুদ

সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক - মাসুমা ইসলাম মুমু

বিজয়ী চার কার্যনির্বাহী সদস্য

মোহাম্মদ দীপ মাহবুব

মোহাম্মদ ইমজিয়াল হক কামালী

সুজন চন্দ্র

এবি এম খালেদ

সিনেটে ছাত্র প্রতিনিধি

সালাউউদ্দীন আম্মার

মুস্তাকুর রহমান জাহিদ

ফাহিম রেজা

আকিল বিন তালেব

সালমান সাব্বির

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন