রাকসুতে ভিপি–এজিএস শিবিরের মোস্তাকুর–সালমান, জিএস আম্মার

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট জয় পেয়েছে।


১৭টি হলের প্রায় সবকটিতেই তারা সহ-সভাপতি (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছে।


নির্বাচন কমিশন ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, শিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস প্রার্থী এসএম সালমান সাব্বির ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির ও জাহিন বিশ্বাস ঐশার চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।


একমাত্র ব্যতিক্রম দেখা গেছে সাধারণ সম্পাদক (জিএস) পদে। এতে 'অধিপত্যবিরোধী ঐক্য' প্যানেলের সালাহউদ্দিন আম্মার সব হলেই এগিয়ে থেকে শিবির–সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজাকে পরাজিত করেছেন।


বৃহস্পতিবার রাত ১০টা থেকে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ফল ঘোষণা শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে চলে ভোটগ্রহণ। ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও