‘মানসিক সুস্থতা ও এআই’ নিয়ে বিশেষজ্ঞ দল গঠন করছে ওপেনএআই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

‘মানসিক সুস্থতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’ নিয়ে এক বিশেষজ্ঞ দল তৈরি করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।


এ দলের বিশেষজ্ঞরা দেখবেন এআই প্রযুক্তি কীভাবে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এবং কীভাবে এআইকে আরও নিরাপদ ও সহায়কভাবে ব্যবহার করা যায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।


বুধবার এক ঘোষণায় ওপেনএআই বলেছে, ব্যবহারকারীদের মানসিক ও আবেগ সংশ্লিষ্ট সুস্থতা নিয়ে কাজের জন্য এক পরামর্শক পরিষদ বা বিশেষজ্ঞ দল গঠন করছে তারা।


‘এক্সপার্ট কাউন্সিল অন ওয়েলবিয়িং অ্যান্ড এআই’ নামের এই পরিষদে মোট আটজন গবেষক ও বিশেষজ্ঞ থাকবেন। প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের সংযোগ নিয়ে কাজ করছেন তারা। এর আগে এসব সদস্যের মধ্যে কয়েকজন বিশেষজ্ঞ ওপেনএআইয়ের অভিভাবক নিয়ন্ত্রণ ফিচার তৈরিতে পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।


সাম্প্রতিক সময়ে বিভিন্ন এআই কোম্পানির জন্য নিরাপত্তা ও তরুণ ব্যবহারকারীদের জন্য সুরক্ষা বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিছু মামলায় অভিযোগ উঠেছে, এআই চ্যাটবটের সঙ্গে নিজেদের পরিকল্পনা শেয়ার করার পর আত্মহত্যা করেছে টিনএজাররা এবং এসব ঘটনায় বিভিন্ন এআই কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও