ওজন কমাতে অনুসরন করুন ছয় পদ্ধতি

এনটিভি প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩০

শুনে আশ্চর্য হচ্ছেন? এ আবার কেমন কথা! সাত সেকেন্ডে কি আর ওজন কমানো যায়? তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু কিছু কাজ করলে সাত সেকেন্ডেও ওজন কমানো যায়। আর এ জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটি ছোট নিয়ম।


জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগ প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।


১. খুব চাপের মধ্যে থাকলে গভীরভাবে দম নিন। এটি চাপ বাড়ানোর হরমোন করটিসলকে কমাতে সাহায্য করবে। এই হরমোন ওজন বাড়িয়ে দেয়, বিশেষ করে পেটের। তাই চাপের মধ্যে থাকলে গভীরভাবে কয়েকবার দম নিন।


২. দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকলে একটু সোজা হয়ে বসুন। এটিও মানসিক চাপ বাড়ানোর হরমোন করটিসলকে কমাতে কাজ করে এবং সাত সেকেন্ডের ভেতরে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।  


৩. ভাজাপোড়া কিছু খাওয়ার আগে অবশ্যই টিস্যু দিয়ে অতিরিক্ত তেল মুছে নিন। এ পদ্ধতিও ওজন কমাতে কাজে দেবে।


৪. আরেকটি কাজ করতে পারেন। খাওয়ার টেবিলের পাশে একটি আয়না লাগিয়ে নিন। তখন খেতে গেলেই মনে পড়বে কত বেশি খেয়ে ফেলছেন। আর এখন একটু কম খাওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও