স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই: চাকসু ভিপি ইব্রাহীম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৫

নির্বাচিত হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহীম হোসেন রনি বলছেন, তারা একটি সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান। এক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সংগঠনগুলোকে সহায়তার আহ্বান জানান তিনি।


বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ইব্রাহীম বলেন, “আমরা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাস তৈরি করতে চাই। নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে চাকসু পরিচালনা করতে।


“চাকসু কতটা নেতৃত্ব তৈরি করবে বা চাকসু আমাকে কতটুকু বেনিফিশারি করবে তার চেয়ে বড় কথা হল শিক্ষার্থীদের উপকারে আসছে কি-না। আমি বলতে চাই, যদি কখনো পথ ভুলে যাই, কখনো ত্রুটি-বিচ্যুতি আপনাদের মনে হয় অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন।”


ভোটারদের ধন্যবাদ জানিয়ে ইব্রাহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনি ইশতেহারে আমাদের একটা কমিটমেন্ট আছে, ‘১২ মাসের ৩৩টি সংস্কার’। আমি মনে করি যে, আজ থেকে আমার দায়িত্ব হবে আমার কমিটমেন্টগুলো রক্ষা করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও