ভারতে চলন্ত বাসে আগুন, ২০ জনের মৃত্যু

ডেইলি স্টার রাজস্থান প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৬

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি বাসে আগুন লেগে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। জয়সলমির শহর থেকে যোধপুর শহরে যাওয়ার পথে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন ধরে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন।


পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজেশ মিনা এএফপিকে বলেন, 'যোধপুরগামী বাসের ভেতর আগুনে পুড়ে ১৯ যাত্রীর প্রাণহানি হয়। অপর এক গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।'


এক স্থানীয় আইনপ্রণেতার বরাত দিয়ে পিটিআই জানায়, মহাসড়কের ওপর দিয়ে যাওয়ার সময় বাসের পেছন থেকে ধোঁয়া বের হতে শুরু করলে ড্রাইভার বাস থামিয়ে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও