বাড়তি দামের সোনা কিনছে কারা

প্রথম আলো প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১২:১২

বৈশ্বিক বাজারে সোনার দাম নিয়ে অস্থিরতা চলছেই। দেশেও তার আঁচ লেগেছে, ভরি দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। সামনের দিনে দাম আর কত বাড়বে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শিগগিরই সোনার দাম কমার লক্ষণ কম। ছয় মাস বা এক বছরের আগের দামে আবার এই ধাতু ফিরবে কি না, সেটিও এখন বড় প্রশ্ন।


এ অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন, আকাশচুম্বী দামে সোনা কিনছে কারা? দাম বেড়ে যাওয়ার কারণে দুনিয়াজুড়ে সোনার অলংকারের চাহিদা কিছুটা কমেছে। অন্যদিকে সোনায় লগ্নি ব্যাপকভাবে বাড়িয়েছেন বিনিয়োগকারীরা। আবার মজুত বাড়াতে সোনা কেনা অব্যাহত রেখেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক।


ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বিশ্বে ৪ হাজার ৯৪৬ টন সোনা সরবরাহ করা হয়। গত বছর সেটি বেড়ে হয় ৪ হাজার ৯৭৫ টন। এর মধ্যে খনি থেকে উত্তোলিত হয়ে এসেছে ৩ হাজার ৬৬১ টন সোনা। আর ১ হাজার ৩৭০ টন পুরোনো সোনা পুনরুৎপাদন করে পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও