দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ। কিন্তু সেই ভালো খেলাটাও জেতার মতো হলো না। একের পর এক সুযোগ নষ্ট করে ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এশিয়ান কাপে খেলার আশা প্রায় শেষই বলা যায়।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ভারত–সিঙ্গাপুর ম্যাচে সিঙ্গাপুর জিতে গেলে কিংবা ড্র হলেও বাদ পড়া নিশ্চিত হবে বাংলাদেশের। ভারত জিতলেই শুধু কাগজেকলমে টিকে থাকবে বাংলাদেশের আশা।