
এনসিপি শাপলাই পাবে: হাসনাত
jagonews24.com
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:০১
দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলাই পাবে বলে আত্মবিশ্বাসী দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এ নিয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দেন তিনি। পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, এনসিপি শাপলাই পাবে।
এর আগে, আজ (মঙ্গলবার) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক নেবে এবং আমাদের জানাবে। না হলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক দিয়ে নিবন্ধন দেবে।