
ভেনেজুয়েলায় সোনার খনি ধসে নিহত ১৪
ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় ভারি বৃষ্টির পর সোনার খনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক সুড়ঙ্গ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে বলে দেশটির জাতীয় রিস্ক সিস্টেম টিমগুলোর বরাতে জানিয়েছে রয়টার্স।
সামাজিক মাধ্যমে করা এক পোস্টে তারা জানান, উদ্ধার অভিযানের প্রথম ধাপে খনির সবগুলো সুড়ঙ্গ থেকে পানি বের করে পানির স্তর কমানোর কাজ চলছে। এরপর পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী ধাপের উদ্ধার প্রচেষ্টা শুরু করা হবে।
ভেনিজুয়েলায় সোনাসহ বিভিন্ন মূল্যবান ধাতুর খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তাহীন পরিবেশ ও অপর্যাপ্ত তদারকির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- খনি ধস