
হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে পারবে বাংলাদেশ?
আফগানিস্তানের ক্রিকেটে এমন দিন আর আসেনি। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার কথা ভাবছে আফগানরা। আজ আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের সামনে সেই সুযোগ।
দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল আফগানরা, যেখানে তারা ১৯০ রান করে বাংলাদেশকে গুটিয়ে দেয় মাত্র ১০৯ রানে। দুই দলের আত্মবিশ্বাস এখন একদম বিপরীতমুখী-আফগানিস্তান ক্রমশ শক্ত অবস্থানে, আর বাংলাদেশ যেন দিশেহারা।
আফগানিস্তানের বোলাররাই এখন তাদের আসল শক্তি। দ্বিতীয় ম্যাচে আজমাতুল্লাহ ওমরজাই প্রথম চার উইকেটের মধ্যে তিনটি তুলে নেন। এরপর রশিদ খান তার ঘূর্ণিতে বাংলাদেশ দলকে ডুবিয়ে দেন।
বোলারদের এমন সাফল্য আসলে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিয়েছে। কারণ আফগানিস্তানের ব্যাটিং এখনো পুরোপুরি গুছিয়ে ওঠেনি। দ্বিতীয় ম্যাচে ইব্রাহিম জাদরান একাই লড়েছেন, ১৪০ বলে মাত্র চারটি বাউন্ডারিতে টিকে ছিলেন ৪৫তম ওভার পর্যন্ত। ধীরগতির পিচে রান নেওয়ার কৌশলটা তিনিই বুঝেছিলেন। বাকিরা তেমন সুবিধা করতে পারেননি।
- ট্যাগ:
- খেলা
- ওয়ানডে সিরিজ
- বাংলাদেশ-আফগানিস্তান