এবার সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবে বেসরকারি প্রতিষ্ঠান

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৩

দেশে নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্র স্থাপন, সরাসরি গ্রাহকের কাছে সেই বিদ্যুৎ বিক্রি, মূল্য নির্ধারণ ও জাতীয় গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে বেসরকারি বিনিয়োগকারীরা। নতুন এই নীতিমালার ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একক ক্রেতা ও বিক্রেতা হিসেবে বিদ্যুৎ সরবরাহের প্রথা থেকে বের হয়ে আসা সম্ভব হবে।


সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো চাইলে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার অনুমতি দেওয়া হবে। তবে আগের মতো এই সংস্থাগুলোর কাছ থেকে উৎপাদিত বিদ্যুতের ২০ শতাংশ কেনার নিশ্চয়তা দেবে না সরকার।


সম্প্রতি অনুমোদিত 'এনহান্সমেন্ট অব প্রাইভেট পার্টিসিপেশন ইন দ্য রিনিউএবল এনার্জি-বেইজড পাওয়ার জেনারেশন' শীর্ষক নীতিমালায় প্রথমবারের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির সুযোগ দেওয়া হয়েছে।


টেকসই শক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা বিশেষজ্ঞরা এই উদ্যোগকে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য 'মাইলফলক' হিসেবে বর্ণনা করেছেন।


অন্যদিকে, বড় ব্যবসায়ীরা বলছেন, সরকারের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন। এই উদ্যোগের ফলে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও