You have reached your daily news limit

Please log in to continue


গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র-মিশর-কাতার-তুরস্ক

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি যৌথ ঘোষণায় সই করেছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক।

আজ সোমবার মিশরের পর্যটনবান্ধব শহর শার্ম এল-শেখে 'গাজা শান্তি সম্মেলনে' যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি  এবং কাতার ও তুরস্কের নেতারা এই যৌথ ঘোষণায় সই করেন।

চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় দুই বছর ধরে আটক থাকা শেষ ২০ ইসরায়েলি জিম্মিকে ইতোমধ্যে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েল ১ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।

চুক্তি অনুযায়ী, জিম্মিদশায় নিহত ২৭ মরদেহ এবং ২০১৪ সালের যুদ্ধে নিহত এক সৈন্যের দেহাবশেষও ফেরত দেবে হামাস।

কী আছে ঘোষণায়

আলোচনা কক্ষে থাকা এক আলোকচিত্রীর তোলা একটি ছবিতে চুক্তির অংশবিশেষ দেখে সিএনএন চুক্তির বিষয়ে জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সই করে চুক্তির পাতাটি সাংবাদিকদের দিকে তুলে ধরার সময় ছবিটি তোলা হয়েছে। এতে বেশ কিছু লক্ষ্য ও প্রতিশ্রুতির উল্লেখ আছে।

এতে বলা হয়, আমরা চাই সহনশীলতা ও মর্যাদা এবং সবার জন্য সমান সুযোগ, যেন এই অঞ্চলটিতে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। 

পাতার নীচের অর্ধেক অংশে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের নেতা এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারীদের সই ও পদবি উল্লেখ করা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন